প্রথমার্ধে ৩ গোলে পিছিয়ে থেকেও ভারতকে হারাল বাংলাদেশ
ফুটবলে এমন স্মরণীয় দিন গত এক দশকেও এসেছিল কি না সন্দেহ। বরং তলানীতে নামতে নামতে বাংলাদেশের ফুটবল নিয়েই যেন আগ্রহ হারিয়ে ফেলেছে এ দেশের মানুষ। এমনই এক পরিস্থিতিতে দেশের ফুটবলের প্রতি আবারও নজর ফিরিয়ে আনতে সক্ষম হলেন অনুর্ধ্ব-১৮ দলের ফুটবলাররা।
ভুটানের থিম্পুতে চলমান সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ভারতের। প্রথমার্ধেই ৩ গোল হজম করে বসে বাংলাদেশের যুবারা। সবাই ধরে নিয়েছিল শোচনীয় পরাজয় নিয়েই মাঠ ত্যাগ করতে হবে বাংলাদেশের ফুটবলারদের।
কিন্তু দ্বিতীয়ার্ধে অসাধারণভাবে ঘুরে দাঁড়ায় যুবারা। গুনে গুনে ভারতের জালে ৪বার বল প্রবেশ করায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৮ দল। শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে অবিস্মরণীয় এক জয় নিয়ে মাঠ ত্যাগ করে বাংলাদেশের যুব ফুটবল দল।
দেশের ফুটবলের ইতিহাসে যে কোনো পর্যায়ে প্রথমার্ধে ৩ গোল হজম করে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৪ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ত্যাগ করার ঘটনা এর আগে আর কখনও ঘটেনি। এই প্রথম এমন ইতিহাসের জন্ম দিল অনুর্ধ্ব-১৮ দলের ফুটবলাররা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন