প্রধান বিচারপতি গৃহবন্দি নন, বাসায় চিকিৎসাধীন : আইনমন্ত্রী
ষোড়শ সংশোধনীর আপিলের রায়ের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে ‘আক্রোশমূলকভাবে প্রচণ্ড চাপের’ মুখে ছুটিতে পাঠিয়ে ‘বাসায় বন্দি’ করে রাখার যে অভিযোগ উঠেছে, তা উড়িয়ে দিয়েছে সরকার।
এস কে সিনহার ছুটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যেই আজ আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘অসুস্থতার বিষয়ে কারো হাত নেই। তিনি (প্রধান বিচারপতি) সেদিন (সোমবার) সুপ্রিম কোর্টে গেছেন। নিজের খাস কামরায় বসে ছুটির দরখাস্ত লিখেছেন।’
এ সময় আইনমন্ত্রী প্রধান বিচারপতির রাষ্ট্রপতির কাছে করা ছুটির আবেদনপত্র সাংবাদিকদের সামনে তুলে ধরে বলেন, ‘দেখেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন। এখন নানাবিধ রোগে আক্রান্ত। তাঁর বিশ্রাম প্রয়োজন। বাসায় তিনি আছেন। আমার জানামতে চিকিৎসকরা তাঁকে দেখছেন।’
দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে আইনমন্ত্রীর সংবাদ সম্মেলনে এ বক্তব্যের পরই সাংবাদিকরা প্রশ্ন করেন, অনেকেই অভিযোগ করছেন, প্রধান বিচারপতিকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘অ্যাবসিলিউটলি না।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন