প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া আইনজীবীদের বাধা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার বিকালে তার বাসভবনে যাওয়ায় পথে মৎস্য ভবনের সামনে তাদের আটকে দিয়েছে পুলিশ, এই দাবি করেছেন বারের সভ-সভাপতি উম্মে কুলসুম রেখা। প্রধান বিচারপতির বাসভবনের সামনে এসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘গতকাল (বৃহস্পতিবার) আমরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে আলাপ করেছিলাম, তিনি জানিয়েছিলেন- ‘প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে কোনও ধরনের বাধা নেই।’ কিন্তু আজকে আমাদের বাধা দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।’’

এর আগে শুক্রবার বিকালে বারের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা বারে একত্রিত হচ্ছি। একটু পরেই প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের উদ্দেশে রওনা হবো।’

এদিকে, বিকাল থেকে সুপ্রিম কোর্ট বার এলাকা থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবনের আশাপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।