প্রধানমন্ত্রী চাচ্ছেন মেয়েরাও দেশ গঠনে ভূমিকা রাখতে সক্ষম হোক: প্রাণিসম্পদ মন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/rejaul-770x450-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন মেয়েরা দেশ গঠনে সকল ক্ষেত্রে এগিয়ে এসে পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হোক।
মন্ত্রী বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খবর বাসসের।
তিনি বলেন, মেয়েদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, গান বাজনাসহ সংগীতের সকল অঙ্গনে এবং ক্রীড়ায় যোগ্য মানুষ হিসেবে তৈরিতে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বিশেষ-বিশেষ উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন: গ্রামে কোরবানির মাংস বিতরণের মানুষ পাইনি: তথ্যমন্ত্রী
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৬-২০০১ মেয়াদে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় সংরক্ষিত আসনের বিধান করে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত নারী উন্নয়নে প্রধানমন্ত্রীর সরকার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তা হচ্ছে অবিস্মরণীয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন