প্রধানমন্ত্রীর জন্মদিনে || আবদুল হাই ইদ্রিছী
প্রধানমন্ত্রীর জন্মদিনে
-আবদুল হাই ইদ্রিছী
শুভ শুভ দিনটা শুভ
শুভ জন্মদিন,
প্রধানমন্ত্রীর জন্মদিনে
বাজছে সুখের বীণ।
বাজছে সানাই চারিদিকে
দেখছি কতো সাজ,
মুছে গেছে বুকের ভেতর
ব্যথার যত ভাঁজ।
রেখে দিলাম তাই তো হাতে
জমা যত কাজ
কলমটাকে দিয়ে দিলাম
ছড়া লিখার সাজ।
আমি হলাম শব্দচাষী
পাড়া-গায়ের লোক,
আমার দিকে পড়বে কি গো
প্রধানমন্ত্রীর চোখ।
শুভেচ্ছাটা জানাবো যে
কোথায় তাকে পাই,
এই বিরহের ব্যথাটুকু
গিলে গিলে খাই।
ফুলটা নিয়ে ক্যামনে যাবো
দপ্তরেতে তাঁর,
সিপাইরা তো সামনে খাড়া
ক্যামনে হবো পার?
নয় তো কোন নেতা আমি
নয় তো কোন স্যার,
পরিচয় কি দেবো বলো
ধরবে যখন ঘাড়?
ছন্দ দিয়ে মালা গেঁথে
তাই তো জুড়াই বুক,
ছড়া লিখে তৃপ্তি মিটাই
পাই যে মনে সুখ।
যা ছড়া যা উড়াল দিয়ে
বাতাসে তোর ভর,
সালাম আমার পৌঁছে দেবে
প্রধানমন্ত্রীর ঘর।
ঠিকানাটা জানিস কি না
শেখ হাসিনা নাম,
সাথে করে নিয়ে যাবে
রঙিন একটা খাম।
খামের ভেতর শুভেচ্ছাটা
যত্ন করে রাখ,
বাড়ির সামন গিয়ে দেবে
লম্বা একটা ডাক।
বলবে কবির বাহক আমি
আসতে কবি চায়,
ফুল নিয়ে দাঁড়িয়ে আছে
সাহস কোথায় পায়?
তাই আমাকে পাঠিয়ে দিছে
সালামটা তার নিন,
শুভেচ্ছাটা গ্রহণ করে
ধন্য করে দিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন