প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রসংশিত হচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রসংশিত হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও সকলের অংশগ্রহণের জন্য এই উন্নয়ন সম্ভব হয়েছে এবং বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷
তাজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে৷
তিনি আরোও বলেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।
ভারত, পাকিস্তান, নেপালসহ পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় দেশের মাথাপিছু আয় বেশি বলে উল্লেখ করে তাজুল বলেন, বিদ্যুৎ-গ্যাস, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য, কৃষিসহ সকল খাতে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যা বিশ্বের কাছে বিস্ময় হিসেবে প্রতিভাত হয়েছে।
মন্ত্রী জানান, পদ্মা সেতু চালু হওয়ায় ওই অঞ্চলে অনেক শিল্প-কলকারখানা প্রতিষ্ঠিত হচ্ছে৷ সারা দেশে অর্থনৈতিক জোন করা হচ্ছে। এসব চালু হলে তৈরি হবে লক্ষ লক্ষ কর্মসংস্থান। বদলে যাবে অর্থনৈতিক কর্মকান্ড। দেশ পৌঁছে যাবে কাঙ্খিত লক্ষ্যে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম এবং সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহাসিন৷
এসময় স্থানীয় সরকার বিভাগ এবং এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী এলজিইডি’র বিভিন্ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত বিজয় মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন