প্রশংসায় ভাসছে ইসলামি ফিল্মের খুদে অভিনেতা নোয়াখালীর নাহিদ
লাকুম দ্বীনুকুম, ওয়াল ইয়া দ্বীন। তোমাদের ধর্ম তোমাদের, আর আমার ধর্ম আমার। তার সাথে কীসের হিসাব, যিনি বেহিসাবে দান করেন।’ ইসলামি শর্ট ফিল্মে এমন অসংখ্য ডায়ালগ দিয়ে দর্শকদের মনজয় করে নিয়েছেন ১৪ বছর বয়সী নোয়াখালীর নাহিদুল ইসলাম। একসময় টিকটক করা নাহিদ এখন নিয়মিত বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক সচেতনতামূলক শর্ট ফিল্মে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।
আবু জাফর এবং নাজমা আক্তার দম্পতির চার সন্তানের মধ্যে ছোট নাহিদুল ইসলামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামে। স্থানীয় আবিরপাড়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী নাহিদ।
মাহমুদ এইচএম এর পরিচালনায় ‘মাটির ব্যাংক’ নামক একটি শর্ট ফিল্মের মাধ্যমে দেশ বিদেশে প্রথম আলোচনায় আসেন নাহিদ।
এই শর্ট ফিল্ম দিয়েই দেশের সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে প্রথম ব্যাপকভাবে পরিচিতি পান তিনি। বিগত বছরের শেষ দিকে ‘দাওয়াত’ নামের আরেকটি শর্ট ফিল্মের অভিনয় দিয়ে নেটিজেনদের নিকট আবারও আলোচনা উঠে আসেন নাহিদ। ফেসবুকে আপলোডের পরেই প্রায় দেড় কোটিতে পৌঁছে যায় স্বল্প দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটির ভিউ। এভাবে দেশের ইসলামিক কন্টেন্ট জগতে বিভিন্ন সময় আলোচনায় আসেন এই খুদে অভিনেতা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন