প্রশংসার ছলে জিদানও উসকানি দিলেন নেইমারকে!
অধিনায়ক সার্জিও রামোস, কাসেমিরো থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, সবাই নেইমারকে দলে যোগ দেওয়ার আহ্বান-উসকানি দিয়েছেন। সেই তালিকায় এবার যোগ হলেন জিনেদিন জিদানও। রিয়াল মাদ্রিদ কোচও উসকানি দিলেন নেইমারকে। তবে রিয়াল কোচ কাজটা করেছেন প্রশংসার ছলে। পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করে জিদান বলেছেন, পুরো ফুটবল বিশ্বই ভালোবাসে নেইমারকে।
এডিনসন কাভানি ও কোচ উনাই আমরির সঙ্গে তিক্ততায় নেইমার পিএসজিতে ‘সুখী’ নয়! এমন গুঞ্জনের ভিত্তিতেই ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়ে নতুন গুঞ্জন, পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন নেইমার। গুঞ্জনটিকে আরও উসকে দেয় রিয়াল অধিনায়ক রামোস, নেইমারের স্বদেশি কাসেমিরো, এমনকি রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও। গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করলে রামোস-কাসেমিরোরা প্রকাশ্যেই বলে বসেন, ‘বার্নাব্যুতে এলে নেইমারকে স্বাগতই জানাব আমরা।’
আরও একধাপ এগিয়ে রিয়াল সভাপতি প্রকাশ্যেই দলে আহ্বান জানান নেইমারকে। গত ৭ ডিসেম্বর পঞ্চম বারের মতো ব্যালন ডি’অর জেতেন ক্রিস্তিয়ানো রোনালদো। তারপর দিনই প্রকাশ্যে বক্তব্যে বলে বসেন, ‘বার্নাব্যুতে এলে নেইমারের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আরও বাড়বে। কারণ, রিয়াল মাদ্রিদ সব সময়ই বড় খেলোয়াড়দের আরও বড় হওয়ার জন্য সব রকম সুযোগ সুবিধা দেয়।’
রিয়াল সভাপতির সেই মন্তব্যের পর গুঞ্জনটি পায় নতুন মাত্রা। পরবর্তীতে রিয়াল তো ২০১৮ সালের বার্ষিক প্রস্তাবনাতেই যোগ করে নিয়েছে নেইমারের নাম। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, রিয়াল নাকি নেইমারকে কেনার জন্য প্রাথমিক পরিকল্পনাও এঁটে ফেলেছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঝাপিয়ে পড়ার অপেক্ষা।
ঠিক সেই মুহূর্তেই জিদান মেতে উঠলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকার প্রশংসায়। রিয়ালের ফরাসি কোচ খুব বেশি কথা অবশ্য বলেননি। মাত্রই দুটি বাক্য উচ্চারণ করেছেন। আর সে দুটি বাক্যই নেইমারের উচ্ছ্বসিত প্রশংসা করে। জিদান অবশ্য শুরুতেই জানিয়ে দেন তিনি অন্য ক্লাবের খেলোয়াড়দের নিয়ে কথা বলতে ইচ্ছুক নন।
কিন্তু প্রসঙ্গ যখন নেইমার, যাকে দলে টানার জন্য পরিকল্পনা এঁটে ফেলেছে ক্লাব, জিদানের মুখ ফসকেই যেন দুটি প্রশংসা বাক্য বেরিয়ে পড়ে! বলেন, ‘আমার আমার দলে নয়, তাদের নিয়ে আমি কথা বলতে চাই না। তবে হ্যাঁ, নেইমারকে পুরো ফুটবল বিশ্বই ভালোবাসে। কারণ সে গ্রেট খেলোয়াড়।’
পেরেজ-রামোস-কাসেমিরোদের মতো জিদান সরাসরি আহ্বান না জানালেও তার এই প্রশংসা যে নেইমারকে অনু্প্রাণিত করার প্রচেষ্টা থেকেই, সেটা স্পষ্ট!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন