প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশের কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত অন্তর্ভুক্তির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে চালা উপজেলা পরিষদের গেটের নিকটে গিয়ে বেলকুচি কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক ও অভিভাবকসহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বেলকুচি কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা আমিনুল ইসলাম সভাপতিত্বে এ সময় বেলকুচি উপজেলা কিন্ডারগার্ডেন ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপদেষ্টা আবুল হোসেন, আব্দুল খালেক, যুগ্ন-আহ্বায়ক মঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সদস্য জহুরুল ইসলাম, আমানুল্লাহ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকার এক দিকে দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন, অপর দিকে বৃত্তি পরীক্ষায় বৈষম্যের সিদ্ধান্ত।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডার গার্টেনের হাজার হাজার শিক্ষার্থীদের। ফলে মেধার সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত করাসহ এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানানো হয় কর্মসূচিতে। শিগগিরই দাবি আদায় না হলে আগামীতে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কর্মসূচি থেকে।