প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : ইংরেজি
সম্প্রতি শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদনের সময়। এবার প্রস্তুতির পালা। কারণ লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে ২০টি করে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। আজ ইংরেজি বিষয়ে দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর-
১. Education all people — a mammoth task.
উত্তর: is.
২. Man has no escape — death.
উত্তর: from.
৩. Today the world is passing through — Juncture.
উত্তর: critical.
৪. The old man cannot help — a cup of tea.
উত্তর: having.
৫. There is — milk in the bottle.
উত্তর: very little.
৬. কলমটি তার-
উত্তর: He belongs to the pen.
৭. বিনয় মহত্ত্বের ভূষণ-
উত্তর: Modesty is embellishment of greatness.
৮. কেটলিতে পানি টগবগ করছে-
উত্তর: The water is simmering in of the kettle.
৯. ট্রেনটি ঢাকা যাবে-
উত্তর: The train is bound for Dhaka.
১০. The shirt is-
উত্তর: after my taste.
১১. What is the meaning of ‘prior to’?
উত্তর: before.
১২. The suffering of the poor man-
উত্তর: beggars description.
১৩. I wish I had seen you before. (Exclamatory)
উত্তর: Had I seen you before.
১৪. Besides going to the book fair, I bought a number of books. (Compound)
উত্তর: I went to the book fair and bought a number of books.
১৫. Do you find your payment too little? (passive)
উত্তর: Is your payment found too little to you?
১৬. There is little milk in the glass. (Interrogative)
উত্তর: Is there any milk in the glass?
১৭. I know him better than you. (positive)
উত্তর: You do not know him as well as I.
১৮. I am sure he (pass) the examination.
উত্তর: will pass.
১৯. Walk carefully lest-
উত্তর: you should stumble.
২০. People (talk) his courage even after his death.
উত্তর: talk of.
২১. Three-fourth of the work — finished.
উত্তর: has been.
২২. We felt very tried. The word ‘tried’ used in the sentence is-
উত্তর: Adjective.
২৩. The verb of the word ‘beautiful’-
উত্তর: beautify.
২৪. The synonym of the word ‘huge’ is-
উত্তর: colossal.
২৫. The antonym of the word ‘unique’ is-
উত্তর: common
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন