প্রায় তিন বছর পর যবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নতুন রূপে চালু হয়েছে।
রোববার (১৪ জুলাই) দুপুরে ক্যাফেটেরিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। পরে ক্যাফেটেরিয়ার প্রতিটি অংশ ঘুরে কার্যক্রম তদারকি করেন।
এসময় তিনি রান্নার স্থান, অভ্যন্তরীণ পরিবেশ ও চিত্রশৈলীর দিকেও বিশেষ নজর দেন এবং সংশ্লিষ্টদের নানা নির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, জনসংযোগ শাখার সহকারী পরিচালক (চলতি দায়িত্ব), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শতাধিক শিক্ষার্থী। নতুন উদ্যমে ক্যাফেটেরিয়া চালু হওয়ায় দিনভর শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, নতুন করে চালু হওয়া ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীরা এখন স্বস্তিদায়ক পরিবেশে নির্ধারিত দামে মানসম্মত খাবার গ্রহণের সুযোগ পাবে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
তিনি আরও জানান, খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত তদারকি করা হবে।
এদিকে দীর্ঘদিন পর ক্যাফেটেরিয়া চালু হওয়ায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও ভালো মানের খাবার নিশ্চিত করার পাশাপাশি একটি স্বচ্ছ ও সহজবোধ্য মূল্য তালিকা প্রকাশের দাবি জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন