প্রীতি জিনতার দলের অধিনায়ক অশ্বিন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/image-22240-1519711030.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত সেরকম সাফল্য পায়নি কিংস ইলেভেন পাঞ্জাব। এরই মধ্যে ১০টি আসর গড়িয়েছে। আগামী ৭ এপ্রিলগড়াবে ১১তম আসর। এবার আর ভুল করতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। তাই আসন্ন আইপিএলে সাফল্য পেতে গোটা দলেরই খোলনলচে বদলে ফেলেছে কর্তৃপক্ষ।
কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক বলিউড কুইন প্রীতি জিনতা। দলের আপাদমস্তক বদলে ফেলেছেন তিনি। ডেরায় ভিড়েয়েছেন একাধিক নতুন ক্রিকেটার। এবার অধিনায়কও পাল্টে ফেললেন বীর জারাখ্যাত অভিনেত্রী। নেতৃত্বের দায়িত্ব অর্পণ করেছেন রবিচন্দ্রন অশ্বিনেরওপর।
সোমবার টুইট করে এ কথা সমর্থকদের জানিয়েছে পাঞ্জাব। অধিনায়কত্বের ব্যাটন হাতে পেয়ে উচ্ছ্বসিত অশ্বিনও। দলটির অফিসিয়াল সাইটে তিনি বলেন, আমার ওপর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখায় আমি সম্মানিত। আমি আমার সহ-খেলোয়াড়দের মধ্যে থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করব।
এখন দেখার অশ্বিনের নেতৃত্বে আইপিএল শিরোপা শেষ পর্যন্ত ঘরে তুলতে পারে কিনা প্রীতি জিনতার দল।
এর আগের আসরে পাঞ্জাবের নেতৃত্বের ভার ছিল অস্ট্রেলিয়ান ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের কাঁধে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন