প্রেমিকাকে লাইভে রেখে মাথায় গুলি!
প্রেমিকাকে মোবাইলে ভিডিও কলিংয়ে লাইভে রেখে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। প্রেমের বিষয়টি পরিবার মেনে নিতে রাজি না হওয়ায় সোমবার সকালে এ ঘটনা ঘটান যুবক আভাস কুমার। খবর গালফ নিউজের।
আভাস কুমারের বাড়ি ভারতের বিহারের পাটনা শহরে। তার বাবার নাম সঞ্জয় রাম। সোমবার সকালে আভাস তার প্রেমিকাকে কল দেন। প্রেমিকা কল রিসিভ করার পর সে হাতে পিস্তল নিয়ে নিজের মাথায় ধরে আত্মহত্যার হুমদি দেয়।
হাতে পিস্তল দেখার পর মেয়েটি কথা বলতে পিস্তল রেখে দেয়ার শর্ত দেয়। তার কথামতো পিস্তল মাথা থেকে নামায় আভাস। কিন্তু মেয়েটি যখনই কথা বলতে শুরু করেন, তখন আভাস হঠাৎ নিচ থেকে হাত উপরে তুলে মাথা গুলি চালায়। মুহূর্তেই মৃত্যু হয় তার।
গুলির শব্দ পেয়ে আভাসের ভাই তার রুমে গিয়ে ভাইয়ের মৃতদেহ দেখতে পায়। যার এক হাতে মোবাইল ও অন্য হাতে পিস্তল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নিয়ে যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন