প্লিজ আসুন, আমার মুখে একটি অজগর সাপ!
নিজের মুখে আটকে থাকা অজগরের মাথা কেটে ৪৫ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়েছে।
সাপটি তার ঘাড় জড়িয়ে ছিল এবং নাক কামড় দিয়ে ধরে রেখেছিল।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওই ঘটনার পর আক্রান্ত নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
তবে তার জীবন ঝুঁকিতে নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জরুরী সেবার ৯১১ নম্বরে ফোন করে ৪৫ বছর বয়সী ওই নারী অপারেটরকে বলেন, “প্লিজ আসুন! আমার মুখে একটি অজগর সাপ আটকে রয়েছে! ৫ ফুট ৫ ইঞ্চির একটি সাপ তাকে জড়িয়ে ধরেছে এবং তার নাকে কামড় দিয়েছে।”
পরে দমকলবাহিনীর কর্মীরা এসে সাপটির মাথা কেটে ওই নারীকে উদ্ধার করে।
দ্রুত একটি অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
দমকল কর্মীরা জানান, ওই নারীর বাড়ির সামনে গিয়ে দেখা যায় গলায় সাপ জড়ানো অবস্থায় সেখানে পড়ে রয়েছেন তিনি।
দমকলবাহিনীর প্রধান টিম কার্ড স্থানীয় ক্রনিকল-টেলিগ্রাম পত্রিকাকে বলেন, “সাপটি তার ঘাড় জড়িয়ে ছিল এবং নাক কামড় দিয়ে ধরে রেখেছিল।”
তিনি বলেন, “তার মুখ থেকে সাপটি ছোটাতে তাদেরকে ছুরি দিয়ে সাপটির মাথা কেটে ফেলতে হয়।”
ওই নারী ৯১১ নম্বরের অপারেটরকে বলেন, “চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ছে। এমনটা আমি কখনোই শুনিনি।
পরে অপারেটর ওই নারীকে নড়াচড়া না করতে অনুরোধ করেন।
কারণ অজগর তার শিকারদের এমনভাবে জড়িয়ে ধরে যাতে রক্ত এবং অক্সিজেন তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গে যেতে না পারে।
ওই নারীর আরও ১১টি সাপ রয়েছে। গত বুধবারই ওই সাপটিকে ‘উদ্ধার’ করেন বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন