ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলীর পূর্বগঙ্গাবর্দী নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানায়, শনিবার সকাল ৬টার দিকে ফরিদপুর শহরতলীর পূর্বগঙ্গাবর্দী এলাকায় ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো দুজন। আহত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















