ফরিদপুরের ভাঙ্গায় উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/IMG-20240617-WA0030__01-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ফরিদপুরের ভাঙ্গায় উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা জামে মসজিদ ও মাদানীনগর মডেল জামে মসজিদ, কাউলীবেড়া ঈদগাহ ময়দান, পল্লীবেড়া মাদ্রাসা ময়দান, সাউতিকান্দা জামে মসজিদ, মুনসুরাবাদ ঈদগাহ মাঠ, মালীগ্রাম ঈদগাহ ময়দান সহ বিভিন্ন স্থানে ভাবগাম্ভীর্য পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামায শেষে দেশ ও জনগনের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। জামাতগুলোতে মুসল্লীদের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়। ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা মসজিদে ঈদের নামায আদায় করেন।
এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়াসহ নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন। এক বক্তব্যে সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন বলেন,দেশ ও দেশের জনগন ভাল থাকুক। তিনি তার নির্বাচনী এলাকার সকলকে ঈদের শুভেচ্ছা জানায়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন