ফিলিপাইনে প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষিদ্ধ
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার দেশে প্রকাশ্যে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। এরইমধ্যে তিনি এই বিষয়ে একটি নির্দেশনামাতে সইও করেছেন। এর ফলে ফিলিপাইনে ধূমপানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পথ সুগম হচ্ছে।
দুতের্তের সই করা আদেশ অনুসারে, ফিলিপাইনের সমস্ত জনবহুল জায়গা, স্কুল, পার্ক ও শিশুদের সমাগম হয় এমন সমস্ত জায়গার ১০০ মিটারের মধ্যে সিগারেট খাওয়া ও বিক্রি করা বন্ধ হচ্ছে। নির্বাহী আদেশ গতকাল প্রকাশ করা হয়েছে এবং ৬০ দিনের মধ্যে তা কার্যকর হবে।
গত বছর দুতের্তে ক্ষমতায় আসার পর দেশে ধূমপান বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরইমধ্যে তিনি মাদক-বিরোধী অভিযান চালিয়ে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রেও বিশেষ পরিচিত লাভ করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন