ফের উল্টো পথে ধরা জাতীয় সংসদের সিনিয়র সচিবের গাড়ি

পরপর দু’দিন উল্টো পথে গাড়ি চালিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানার গাড়িচালক বাবুল মিয়ার অব্যাহতির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উল্টো পথে ও কাগজপত্র ছাড়া গাড়ি চালিয়ে ধরা খেয়েছে জাতীয় সংসদের সিনিয়র সচিব আব্দুর রব হাওলাদারের গাড়ি। এসময় তিনি গাড়িতেই ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বিজয় সরণিতে এ ঘটনা ঘটে।

ডিএমপির ট্রাফিক পশ্চিমের শেরেবাংলা নগর এলাকার সহকারী কমিশনার শহিদুল ইসলাম বলেন, ওই গাড়ির নস্বর ঢাকা-মেট্রো-ঘ-১১-৫৮৩০। গাড়িটি জাতীয় সংসদের সিনিয়র সচিব আব্দুর রব হাওলাদারের। ওই গাড়ি একে তো উল্টো পথে এসেছে, তার উপর গাড়ির কোনো কাগজপত্র দেখাতে পারেননি গাড়িচালক মোস্তাফিজ। এ কারণে ওই গাড়িকে ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

বেশ কয়েকদিন ধরে রাজধানীতে উল্টো পথের গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ। এর আগে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই স্থানে বিশেষ অভিযান চালিয়ে উল্টো পথে চলা মোট ৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে মোটরসাইকেল ৪৭টি, জিপ একটি ও প্রাইভেটকার দুটি। এসময় সিআইডির অতিরিক্ত ডিআইজি, সেনা কর্মকর্তা ও সাংবাদিকের বিরুদ্ধেও মামলা দেয়া হয়।