‘ফের ক্ষমতায় এলে খুঁজে খুঁজে বাংলাদেশিদের তাড়ানো হবে’
আবার ক্ষমতায় এলে খুঁজে খুঁজে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে। আসন্ন নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণায় এমন মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ।
শুক্রবার পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, ‘মোদি সরকার ফের ক্ষমতায় এলেই আমরা বাংলায় ‘জাতীয় নাগরিক নিবন্ধন’ (এনআরসি) আনব।
এছাড়া তিনি আরো বলেন, আসামের মতো প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে বিতাড়িত করা হবে।’ তবে হিন্দু ও বৌদ্ধদের সুরক্ষা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আগামী ১১ এপ্রিল থেকে ভারতে লোকসভা নির্বাচন শুরু হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক নেতারা ব্যাপক প্রচারণা শুরু করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন