ফের গোপন মিশনে রহস্যময় মার্কিন মহাকাশযান!
সম্প্রতি এক্স-৩৭বি নামে রহস্যময় মার্কিন মহাকাশযানটি ৭১৮ দিনের অজ্ঞাত মিশন সম্পন্ন করে পৃথিবীতে ফিরেছিল। জানা যাচ্ছে, ফের আগামী সেপ্টেম্বরে মহাকাশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে রহস্যময় মহাকাশযানটি।
মহাকাশে এক্স-৩৭বি এর কার্যক্রম একেবারেই গোপন রেখেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। ব্যাপক গোপনীয়তা এবং রহস্যের মধ্যেই এর কাজ করছে মার্কিন বিমান বাহিনী।
মার্কিন বিমান বাহিনীর এক্স-৩৭বি মহাকাশযানটি দুই বছর ধরে গোপন মিশনে ছিল। এটি মহাকাশে পাঠানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। গত দুই বছর ধরে এ মহাকাশযানটি কক্ষপথে কী করছিল সেটি কেউ জানে না। একমাত্র মার্কিন কর্তৃপক্ষই জানে। মার্কিন বিমান বাহিনী যেসব গোপন মিশন পরিচালনা করে এ মহাকাশ যানটি তারই অংশ ছিল। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগণ জানিয়েছে- এ মহাকাশযানটি ঝুঁকি কমানোর কাজ করছিল। এ প্রকল্পের জন্য কত ডলার খরচ করা হয়েছে, সে বিষয়টিও গোপন রাখা হয়েছে। ২০১০ সালে প্রথমবারের মতো এ বিশেষ মহাকাশযানটি উড্ডয়ন করা হয়েছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন