ফেসবুকে ভাইরাল: যুবলীগ নেতার ফেনসিডিল খাওয়ার দৃশ্য
যশোরে যুবলীগ নেতার ফেনসিডিল খাওয়ার একটি ছবি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ফেনসিডিল সেবনকারী শহিদুজ্জামান শহীদ কেশবপুর উপজেলার যুবলীগের আহ্বায়ক। ফেনসিডিল সেবনের যে ছবিটি ছড়িয়ে পড়েছে সেটা তার বলে স্বীকার করে নিয়েছেন তিনি।
তবে তিনি দাবি করেন, এটি বর্তমান সময়ের ছবি নয়। এ ছবিটি ২০০৪ সালে তোলা। সে সময় বয়সের দোষে বন্ধুদের পাল্লায় পড়ে নিয়মিত ফেনসিডিল নিতেন তিনি। শহিদুজ্জামান বলেন, উপজেলার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে মানহানির জন্য উঠে পড়ে লেগেছে।
তারা নানাভাবে রাজনৈতিক অঙ্গন থেকে আমাকে সরাতে চাইছে। এ কারণেই ষড়যন্ত্রমূলকভাবে এ ছবিটি ছড়িয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা ভোগের পায়তারা করছে। আমার বিরুদ্ধে চক্রান্তের জাল বোনা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই যুবলীগ নেতা শহিদুজ্জামান শহীদের ফেনসিডিল খাওয়ার দৃশ্য সম্বলিত ছবিটি ফেসবুকে ঘুরছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে। শহিদুজ্জামান এর আগে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন