ফোন কিনলে বাসায় পৌঁছে দেবে হেলিকপ্টারে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/vertu-phone20170527114417.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বিলাসবহুল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভার্চু সম্প্রতি তাদের নতুন ফোন সিগনেচার কোবরা বাজারে এনেছে। ফোনটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা। তবে এই ফোনটি যিনি কিনবেন তার বাসায় ফোনটি হেলিকপ্টারে পৌঁছে দেবে প্রতিষ্ঠান। খবর ইন্ডিয়া টুডে।
গ্রাহকরা চাইলে কিস্তিতেও কিনতে পারবেন ফোনটি। কিস্তিতে কিনতে চাইলে প্রথমে তাদের ১২ হাজার ২০০ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এরপর কিস্তিতে বাকি টাকা পরিশোধ করা যাবে। সারা বিশ্বে মাত্র ৮ জায়গায় ফোনটি পাওয়া যাচ্ছে।
ফোনটিতে রয়েছে ৪৩৯টি চুনি, দুটি পান্না। এছাড়া ফোনের গায়ে আছে কিছু মূল্যবান পাথর। তবে কোনও মেশিন নয়, ফোনের খুটিনাটি ঠিক রাখতে হাত দিয়েই জোড়া হয়েছে এই ফোনের বিভিন্ন অংশ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন