ফোরজি সুবিধা পাবেন না আইফোন ব্যবহারকারীরা
দেশের চালু হতে যাওয়া চতুর্থ প্রজন্মের (ফোরজি) মোবাইল ফোন সেবা শুরুতে পাচ্ছেন না আইফোন ব্যবহারকারীরা। এ জন্য তাদের কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।
নাম প্রকাশ না করা শর্তে মোবাইল ফোন সেবা প্রদানকারী কোম্পানির একজন উধ্বর্তন কর্মকর্তা বলেন, ফোন সেটগুলোর সঙ্গে ফোরজি প্রযুক্তির সমন্বয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিষয়টি সুরাহা করতে ফোনগুলোর কান্ট্রি লক খুলতে হবে।
আগামী সোমবার দেশে আনুষ্ঠানিকভাবে ৪জি মোবাইল ফোন সেবা চালুর কথা রয়েছে। মোবাইল ফোন সেবা প্রদানকারী শীর্ষ কোম্পানিগুলো জানিয়েছে, দেশে ১৫ লাখ আইফোন ব্যবহারকারী রয়েছে। তারা দেখতে পেয়েছেন অ্যাপল কোম্পানির হ্যান্ডসেটগুলোতে বাংলাদেশের কান্ট্রি কোড ‘+৮৮০’ লক করা।
এ বিষয়ে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে (বিটিআরসি) অবহিত করা হয়েছে বলে তারা জানিয়েছেন। আগামী দুই এক দিনের মধ্যে বিষয়টি সমাধান করা হবে জানিয়েছে বিটিআরসি। সূত্র: যমুনা টিভি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন