ফ্রান্সের সুপার মার্কেটের বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত
ফ্রান্সের একটি সুপার মার্কেটে কয়েকজনকে জিম্মি করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। ফ্রান্সের দক্ষিণে ত্রেবেস এলাকার একটি সুপার মার্কেটে ওই বন্দুকধারী কয়েকজন ব্যক্তিকে জিম্মি করেন। পুলিশের গুলিতে সে নিহত হওয়ার আগে পর্যন্ত এই ঘটনায় আরও দুই জন নিহত হন। ‘সুপার ইউ’-এর দোকানটিতে পুলিশ বিশেষ বাহিনীর অভিযান চালায়। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন।
মরক্কোর নাগরিক ওই বন্দুকধারী কথিত ইসলামিক স্টেট-আইএসের প্রতি আনুগত্যের ঘোষণা দিয়ে তাদের জিম্মি করে।
সন্ত্রাসবিরোধী এক আইন কর্মকর্তা জানিয়েছেন, সুপার মার্কেটের ভেতরে থাকা ওই বন্দুকধারী নিজেকে আইএসের সদস্য দাবি করেছিলেন।
তিনি বলেন, এর আগে কারাক্যাসোনে এক পুলিশ কর্মকর্তা সহকর্মীদের সঙ্গে জগিং করার সময় গুলিবিদ্ধ হন। সুপার মার্কেটটি থেকে কারাক্যাসোনে যেতে গাড়িতে ১৫ মিনিট সময় লাগে।
তবে ওই পুলিশ কর্মকর্তার অবস্থা তেমন গুরুতর নয়। সুপার মার্কেটের জিম্মি ঘটনার সঙ্গে ওই ঘটনার সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়, যদিও কিছু গণমাধ্যম এমনটা দাবি করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন