বকেয়া বেতনের দাবিতে ডিএসসিসিতে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন শতাধিক শ্রমিক। তারা ডিএসসিসিতে দৈনিক মজুরিভিত্তিতে (অস্থায়ী) কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব দফতরের সামনে এ বিক্ষোভ হয়।
শ্রমিকদের অভিযোগ, গত বছরের জুন মাস থেকে তারা দৈনিক মজুরিভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত আছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মশক নিধন কাজের জন্য তাদের বিভিন্ন ওয়ার্ডে নিয়োগ করা হয়। নিয়োগের ৫ মাস পর তাদেরকে ওয়ার্ড থেকে প্রত্যাহার করে সচিব দফতরে সংযুক্ত করা হয়। তখন থেকে নিয়মিত হাজিরা নেয়া হচ্ছে তাদের। সচিব দফতরে নিয়মিত দায়িত্বও পালন করছেন। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন এখনও পাননি তারা। কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থাও নেয়নি। এতে পরিবার নিয়ে তারা বিপদে রয়েছেন।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী সাংবাদিকদের জানান, বেতন পাচ্ছেন না, এটা ঠিক না। ডিএসসিসির বিভিন্ন অঞ্চলে কর্মী বেশি রয়েছে। আমরা সেটা সমন্বয় করছি। শিগগির এ সমস্যার সমাধান করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন