বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে বহু হতাহত

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কয়েকজনের।

আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৭ জুলাই) বিকেল সোয়া পাঁচটার বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নি‌শ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওয়ালিউল্লাহ।

পুলিশ বলছে, ঘটনাস্থলেই নিহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। প্রতি বছরই ধর্মীয় রীতি আর নানা আনুষ্ঠানিকতায় রথযাত্রা উদযাপিত হয় দেশব্যাপী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা শুরু হয় বিকেল পাঁচটায়। কিছুদূর যাওয়ার পর আমতলা মোড় এলাকায় র‌থের স্টিলের গম্বুজ‌টি হাইভোল্টে‌জ বৈদ্যুতিক তারে লাগে।

এতে সা‌থে সা‌থে তা‌রে আগুন লে‌গে যায়। বৈদ্যুতিক শক লাগে র‌থে থাকা ও আশপাশের মানুষদের। ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের মেডিকেলে নেওয়া।