বগুড়ার শিবগঞ্জে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন


বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ওই বিদ্যালয়ের গেটের সামনের সড়কে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, এলাকাবাসী পক্ষে হারুনর রশীদ হিরুন। অভিভাবক, হাফিজুর রহমান হিরু, শফিকুল ইসলাম রফিক, শিক্ষার্থী আরমান হেসেন,আবু সাইদ, রাকিব হাসান, মনির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে স্কুল মার্কেটের টাকা, শিক্ষার্থীদের কাছ থেকে অহেতুক ফি আদায়সহ নানা দুর্নীতির চিত্র তুলে ধরে তার পদত্যাগ দাবি করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন