বগুড়ার শিবগঞ্জে কারবালার স্মরণে তাজিয়া মিছিল অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/IMG_20230729_160044-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পবিত্র আশুরা উপলক্ষে এবং কারবালার স্মরণে শিবগঞ্জে মিলাদ মাহফিল, তাজিয়া মিছিল ও শোক মাতম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে শিবগঞ্জ উপজেলার হরিপুর মোহাম্মদপুর ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনে আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মন্ডলের সভাপতিত্বে শোক মিছিল পূর্ব সমাবেশে আশুরার তাৎপর্য বিষয়ে বক্তব্য রাখেন মাওঃ মোজাফ্ফর হোসেন, সাবেক জিএম নাটোর সুগার মিল মীর সিদ্দিকুর রহমান, রাজশাহী সরকারি কলেজ এর ইসলাম বিভাগীয় প্রধান ও রসায়ন বিভাগের প্রফেসর আজম মনিরুল ইসলাম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এর সহকারী প্রফেসর মোঃ টিপু সুলতান, মাওঃ শাহিনুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ এর প্রভাষক শাহিনুর রহমান প্রমূখ।
পরে তিন শতাধিক ভক্তদের হায় হোসেন হায় হোসেন ধ্বনিতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের নিরাপত্তার জন্য সার্কেল এসপি তানভির হাসান ও ওসি আব্দুর রউফসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ হিজরি সাল অনুসারে ১০ই মহরম তথা আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন। ঘটনাবহুল এ দিনে বর্তমান ইরাকের অন্তর্গত কারবালা প্রান্তরে মুয়াবিয়ার হাতে শহীদ হন হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন। তাজিয়া মিছিলে শামিল ভক্তরা শোকের গান গায়। এছাড়া অনেকেই বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন