বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে পোষাক বিতরণ
বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্তরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা আক্তার, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল, জান্নাতি আক্তার টুম্পা, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, আহসান হাবীব সবুজ, আব্দুল মোত্তালিব মোল্লা, আসিফ মাহমুদ মিল্টন, রেজাউল করিম চঞ্চল, উপজেলা গ্রাম পুলিশের কমান্ডার মাসুদ প্রমুখ।
প্রসঙ্গতঃ উপজেলার মোট ১১৭ জন গ্রাম পুলিশ/মহল্লাদারের মাঝে এ পোশাক বিতরণ করা হয়। বছরে দুইবার করে এ পোষাক বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন