বগুড়ার শিবগঞ্জে চাঁদাবাজী বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইউএনও বরাবর অভিযোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/09/IMG-20240904-WA0005_1-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে নাগরিক ঐক্যের নাম ব্যবহার করে হুমকি ও চাঁদাবাজী বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছে শিবগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি টিম।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের নিকট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে এ অভিযোগ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, হাজার শহীদ ও রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা নস্যাৎ করার জন্য শিবগঞ্জে একটি চক্র উপজেলার বিভিন্ন অফিসে নাগরিক ঐক্যর নাম ব্যবহার করে হুমকি ধামকি প্রদান ও চাঁদাবাজি করছে।
এ সমস্ত অফিসে গিয়ে শোনা যায় নাগরিক ঐক্যর নামে ৭/৮ জনের একটি টিম এসব করছে। সুন্দর দেশ ও উপজেলা বিনির্মানে এসব কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি টিম। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন সাব্বির, সিহাব, সুমাইয়া, নাজমুল, সাকিব ও আলিফ প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশা বলেন, আমরা এধরনের চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নই। কেউ এমন প্রমান দেখাতে পারলে দল করা ছেড়ে দিব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন