বগুড়ার শিবগঞ্জে জমাজমি সংক্রান্ত বিরোধে কলার গাছ তুলে ফেলার অভিযোগ
বগুড়ার শিবগঞ্জে জমাজমি সংক্রান্ত বিরোধে কলার গাছ তুলে ফেলার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে রবিবার সকালে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামে।
জানা যায়, উত্তর শ্যামপুর মন্ডল পাড়া গ্রামের দুই সহোদর এরশাদ(৩৫) ও মিস্টার(৪৫) সহ ১০/১৫ জন মিলে উত্তর শ্যামপুর পাথারে পাড়া গ্রামের বেলাল হোসেন(৪০) এর ক্রয় সূত্রে জমিতে গিয়ে এ ঘটনা ঘটায়।
জমির মালিক বেলাল হোসেন বলেন, আমি ৫বছর পূর্বে আশেককে রসুলের নিকট থেকে উত্তর শ্যামপুর মৌজার ৩৫৬১ নং দাগে ৬শতাংশ ক্রয় করি। প্রতিপক্ষরা অহেতুক ভাবে ২শতক জমি দাবি করে আসছে।
প্রতক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, প্রতিপক্ষরা অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রায় ৩০হাজার টাকার কলারগাছ তুলে ফেলে ক্ষতি সাধন করেছে।
এবিষয়ে প্রতিপক্ষ এরশাদগংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
এবিষয়ে শিবগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মেহেদী হাসান খোকন বলেন, বিষয়টি শুনে সরেজমিনে গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকতে বলেছি। উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন