বগুড়ার শিবগঞ্জে ড্যামি এমপি প্রার্থী বিউটিসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শিবগঞ্জে ২০২৪ সালের ড্যামি সংসদ নির্বাচন এমপি প্রার্থী বিউটি বেগম, অবসর প্রাপ্ত সাব-রেজিষ্টার শাহ আলম, সদ্য বিলুপ্ত হওয়া শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুলসহ ২৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতানামা আরও ১০-১২ জনের নামে হত্যা চেষ্টার অভিযোগে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

(২৫ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ ইউনিয়নের জুরি গ্রামের বেলাল শেখ বাদী হয়ে শিবগঞ্জ থানায় এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ আগষ্ট মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের জুরি গ্রামের বেলাল শেখকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিটের ঘটনায় এ মামলা হয়।

এ মামলায় অপর আসামিরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রিজুর সহযোগী সৈকত, জেমী, মাসুম আহম্মেদ, মোশারফ, মামুন, কাইয়ুম (অনিক), শিপন, রাব্বী, মামুন, ফাইনুর ইসলাম, জুলফিকার আলী, শহিদুল ইসলাম বাবু, বোরহান আলী মোহন, শাহিনুর রহমান, শাকিল, হেলাল কাজী, ইমাম মন্ডল, মহরম আলী, মুন্না, সাজিদ ইসলাম, মিসকাত, জহুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, ইকবাল হোসেন মন্ডল।

এ ব্যাপারে বেলাল হোসেন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর এলাকার লোকজন পালানোর বিষয় নিয়ে গত ৬ আগষ্ট আলাপ আলোচনা করা কালে আমি স্বৈরাচার হাসিনা সরকারের আমলে নির্বাচনে যারা অংশগ্রহন করেছে তারা জাতীয় বেঈমান বলার কারনে দুপুরের দিকে গুজিয়া বাজার এলাকায় আমাকে একা পেয়ে পথরোথ করে উল্লেখিত আসামীগন তাদের কাছে থাকা রাম দা, হাসুয়া, রডসহ ধারালো অস্ত্র দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে বেধরকভাবে মারপিট করে গুরুতর আহত করে।

পরে আমার আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রæত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন সিএনজি যোগে বগুড়ায় টিএমএসএস হাসাপাতালে আমাকে ভর্তি করে দেন। আহত অবস্থায় প্রায় দেড় মাস যাবৎ আমি হাসপাতালে চিকিৎসা নেই। তিনি আরও বলেন, বর্তমানে আমার মাথার ও পায়ের অবস্থা খুব একটা ভালো নয়।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, হত্যার উদ্দেশ্যে বেলাল শেখকে মারপিটের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।