বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্য’র বিজয় সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্য’র বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভাইয়েরপুকুর বাজারে আটমূল ইউনিয়ন নাগরিক ঐক্য এ বিজয় সমাবেশের আয়োজন করে।
আটমূল ইউনিয়ন নাগরিক ঐক্য’র সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র আহহ্বায়ক শহিদুল ইসলাম।
এতে প্রধান বক্তা ছিলেন, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র যুগ্ম আহ্বায়ক এনামুল হক সরকার, কার্য নির্বাহী সদস্য সৈকত আমি বিদ্যুৎ, যুব নাগরিক ঐক্য’র সভাপতি অমিত হাসান, নাগরিক ছাত্র ঐক্য’র শিবগঞ্জ উপজেলা সভাপতি রাশেদ মাহমুদ তুষার, সাধারণ সম্পাদক তৌফিক সরকার।
এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য নেতা হারুন, আব্দুল আলিম, মোস্তাফিজুর রহমান, ইকবাল হোসেন, রেজাউল করিম,শাহীনুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, শহিদুল মোল্লা, মাহবুব রহমান, যুব নাগরিক ঐক্য নেতা আব্দুর রাজ্জাক, লেমন প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন