বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে ভ্রামমাণ আদালতে জরিমানা

বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

(৩ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাস্থান বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার।

এসময় মহাস্থান বাজারের ব্যবসায়ী জাইদুল ইসলাম ও ইউসুফ আলী নামের ২ ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দোকানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বাজারজাত করার দায়ে জাইদুল ইসলামকে ২০ হাজার টাকা ও ইউসুফ নামের ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী হাকিম তাহমিনা আকতার সাংবাদিকদের বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি। দৈনন্দিন কেনাকাটায় পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে সরকারি সিদ্ধান্ত মানার জন্য সবাইকে সচেতন হতে হবে।

পরিবেশ দূষণরোধে নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।