বগুড়ার শিবগঞ্জে নিসচা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে দুই মাসব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাকুড়তলা বন্দরে চালক, হেলপার ও পথচারীদের নিয়ে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল।
নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কেন্দ্রীয় সদস্য রশিদুর রহমান রানার সভাপতি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা হাইওয়ে পুলিশের টিএসআই মাহবুবুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এডি হাবিবুল্লাহ সিদ্দিকী।
নিসচার সদস্য শফিউল আলম নিউ এর সঞ্চালনায় মতবিনাময় সভায় স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রবি।
এতে আরও বক্তব্য রাখেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মাস্টার সোহাগ আলী, শামসুর রহমান, সদস্য সচিব আসাদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন নিসচার সদস্য শাহজাহান আলী, সেলিম হোসেন, হেলাল উদ্দিন, মজনু মিয়াসহ পাকুরতলা বন্দরের শতাধিক চালক, হেলপার ও পথচারী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন