বগুড়ার শিবগঞ্জে পাঁচ কর্মকর্তা বিদায় সংবর্ধনা

বগুড়ার শিবগঞ্জে অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের পাঁচজন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রাতে শিবগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায়ী কর্মকর্তারা হলেন ডা. বিপুল সরকার, আরএমও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাইফুন নাহার, উপজেলা শিক্ষা অফিসার, এটিও এমদাদুল মন্ডল শিকৃষ্ণা তরফদার ও মোছাঃ রুসাইদা নাছরিন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করে তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন