বগুড়ার শিবগঞ্জে পাঁচ কর্মকর্তা বিদায় সংবর্ধনা

বগুড়ার শিবগঞ্জে অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের পাঁচজন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার রাতে শিবগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায়ী কর্মকর্তারা হলেন ডা. বিপুল সরকার, আরএমও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাইফুন নাহার, উপজেলা শিক্ষা অফিসার, এটিও এমদাদুল মন্ডল শিকৃষ্ণা তরফদার ও মোছাঃ রুসাইদা নাছরিন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করে তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।