বগুড়ার শিবগঞ্জে প্রেমে বাঁধা, শিক্ষার্থীর আত্মহত্যা

বগুড়া শিবগঞ্জে প্রেমে বাঁধা পেয়ে কলেজ শিক্ষার্থী সুমাইয়া(১৭) আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৮ আগষ্ট) ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার রহবল আলমপুরে।
নিহত সুমাইয়া আক্তার রিমু (১৭) শিবগঞ্জ উপজেলার রহবল আলমপুর এলাকার এনামুল হকের মেয়ে। সে মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলো।
সূত্রে জানায়, প্রেমে বাধা দেওয়ায় সুমাইয়া তার বাবা মায়ের উপর অভিমান করে আত্ম্যহত্যা করে। পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার এইচএসসি পড়ুয়া জিহাদ হোসেন রিয়াদ নামের এক ছেলের সাথে সুমাইয়ার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিলো।
সূত্র আরও জানায়, সুমাইয়া রিয়াদের সাথে আগেও একবার পালিয়েও গিয়েছিলো। রিয়াদ রহবল পূর্ব পাড়া গ্রামে নানা অপুর বাড়িতে বসবাস করতো।
স্থানীয় মেম্বার সুজা মিয়া বলেন, ‘রহবল পূর্বপাড়া গ্রামের এক ছেলের সাথে রিমুর প্রেমের সম্পর্ক ছিলো। তারা নাকি গোপনে বিয়েও করেছিলো। বিষয়টি তার পরিবার জানতে পারলে সেই ছেলের সাথে ছাড়াছাড়ি করে অন্য জায়গায় রিমুর বিয়ে ঠিক করেন। কিন্তু রিমু পরিবারের এই সিদ্ধান্ত মেনে নিতে না পরে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে’।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, সুমাইয়ার আত্নহত্যার বিষয়ে থানায় একটি ইউডি মামলা নেওয়া হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন