বগুড়ার শিবগঞ্জে ফেন্সিডিল উদ্ধার করলো পুলিশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/phencidil1-ফেনসিডিল-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে পুলিশের অভিযানে ৭০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ আগষ্ট) গভীর রাতে উপজেলার রংপুর—বগুড়া মহাসড়কের মোকামতলা মালাহার গ্রামস্থ চৌকিরঘাট নামক স্থানে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অজ্ঞাতনামা ১ ব্যক্তি মাদকদ্রব্য আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল বিক্রি করার উদ্দেশ্যে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ রংপুর—বগুড়া মহাসড়কের গাড়ী তল্লাশী করার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পিংকি পরিবহনে তল্লাশী করে। এসময় পুলিশ মালামাল রাখার বক্সে একটি ট্রাভেল ব্যাগের ভিতরে কালো পলিথিন দ্বারা মোড়ানো ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন