বগুড়ার শিবগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী পালিত
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল ও গরীব অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
১৯ জানুয়ারী রোববার দুপুরে উপজেলার মহাস্থান মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল করিম, বিএনপি নেতা ইদ্রিস আলী, আবু তাহের, ওয়ারেছ আলী আকন্দ, ওবাইদুর রহমান, কৃষকদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ সাবু, মহিলা দল নেত্রী মিনেরা বেগম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মাসুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক বারিক মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারন সম্পাদক মীর মুন, সাংগঠনিক সম্পাদক তারেক মিলু, পৌর ছাত্রদল সভাপতি শাহিনুর ইসলাম আল আমিন, সাধারণ সম্পাদক সাকিব হাসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন