বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ঠে কলেজ ছাত্রের মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎ পৃষ্ঠে ইমরান (২০) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় পৌর এলাকার বেলগাড়ী গ্রামে।
নিহত ইমরান বগুড়া শাহ সুলতান কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের ছাত্র।
নিহতর ছোট ভাই ইনছান আলী বলেন, সে ও তার বড় ভাই বাড়ির পার্শ্বে পুকুরে সাবমারসিবল পাম্প দিয়ে সেচ দিয়ে মাছ ধরার একপর্যায়ে বিকাল ৩টায় আমার ভাই অসাবধানতাবসত পুকুরের পানি সেচ এর সাব মারসিবল পাম্প এর বৈদ্যুতিক তাড় এ সাথে জড়িয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
ঐ ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ইমরানের মৃত্যু হয়েছে। কলেজ ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার নারী পুরুষ তাকে দেখার জন্য ভীড় জমায়। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন