বগুড়ার শিবগঞ্জে ভাতাভোগীদের নিয়ে আলোচনা সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/Shibganj-Pic-06.11.2023.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সরকারের বয়স্ক, প্রতিবন্ধী, গর্ভবতী ও বিবধা ভাতাসহ বিভিন্ন ভাতাভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এমদাদুল হক, শাহাব উদ্দিন শিবলী, সোহেল আক্তার মিঠু, বদিউদ জামান, শাফিকুল ইসলাম শাফী, ছাত্রলীগ নেতা আবু রাহায়ন, রাকিবুল হাসান প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন