বগুড়ার শিবগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নিজে প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা আদায় করে বিদ্যালয়ের এ্যাকাউন্টে না রেখে নিজের এ্যাকাউন্টে রেখে নিজের ইচ্ছা মতো খরচ করেন। এছাড়াও প্রকাশনীর নিকট থেকে টাকা নিয়ে নিজেই আত্মসাৎ করেছে মর্মে অভিযোগ উঠেছে।

অভিভাবক আব্দুল হালিম ও রুবেল হোসেন বলেন, শিক্ষার্থীরা ঐ শিক্ষকের নিজস্ব কোচিং সেন্টারে না ভর্তি হলে হয়রানিসহ নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এব্যাপারে বিদ্যালয়ে সাবেক সভাপতি বজলুর বারী জানান, আমি সভাপতি থাকাকালীন সময়েও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিলো। তিনি প্রতিকারের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এব্যাপারে অভিযুক্ত শিক্ষক রফিকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মুরশেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।