বগুড়ার শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও পুরস্কার বিতরণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া সামগ্রী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেস্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠে ঠিকাদার ফারুক হোসাইন মেম্বারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব।
মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক সোহেল রানা রনি, এ্যাড মিজানুর রহমান মিজান ঢাকা জজকোর্ট, শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, শিক্ষক মশিউর রহমান, মোস্তাফিজার রহমান, জাকিরুল ইসলাম, শহিদুল ইসলাম, সাব্বির হোসেন, রুবেল হোসেন, সিয়াম, ফিরোজ, মোস্তাসহ একালার সূধী মন্ডলী ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
প্রসঙ্গতঃ প্রধান অতিথি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও ক্রীড়া সামগ্রী উপহার দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন