বগুড়ার শিবগঞ্জে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/Shibganj-pic-1-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বগুড়ার শিবগঞ্জে শত সংগ্রামে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে বিকালে বঙ্গবন্ধু স্কয়ার চত্ত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী চলা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক এমদাদ, চেয়ারম্যান মহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, জান্নাতি আক্তার টুম্পা, মারুফ রহমান মুঞ্জু, সোহেল রানা মিন্টু, সাহাব উদ্দীন শিবলী, পৌর আওয়ামীলীগ আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, যুবলীগ নেতা আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক লীগ নেতা চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, রেজাউল করিম চঞ্চল, শহিদুল ইসলাম শহিদ, আসিফ মাহমুদ মিল্টন, জাহেদুল ইসলাম, বেলাল হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমান নেতাকমীরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন