বগুড়ার শিবগঞ্জে ৩ ছাগল চোর গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে ৩ ছাগল চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কিচক ইউনিয়নের খামটা বাজার এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনা উত্তেজিত জনগণ চুরির কাজে ব্যবহৃত সিএনজি পুড়ে দেয় এবং ৩ চোরকে আটক করে পুলিশে খবর দেয়।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার সদর থানার উকিলপাড়া মাসুমপুর গ্রামের মৃতঃ মহির উদ্দীনের ছেলে রুবেল (৩৮), পূর্ব বাসন ছয়দাবাদ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে দুলাল হোসেন (৩৬) ও একই জেলার সলঙ্গা থানার কামাচপুর সাহেবগঞ্জ গ্রামের মৃতঃ গোলজার হোসেনের ছেলে সরওয়ার হোসেন (৩৮)।
ছাগলের মালিক শহিদুল ইসলাম বলেন, আমার কালো রং এর ছাগলটি বাড়ির সামনে আমগাছের সাথে বাঁধা ছিলো। সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা ছাগল চুরি করে পালানোর সময় সিএনজিকে ধাওয়া করলে ৫জনের মধ্যে ২জন পালিয়ে যায়। বাকী ৩ চোরকে জনতা আটক করে পুলিশে দেয়।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে চুরির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন