বগুড়ার শিবগঞ্জের বিহার এমএএম উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী সংবর্ধনা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৩ জানুয়ারি) বৃস্পতিবার অত্র বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারি প্রধান আবুল কাশেম, অভিভাবক সদস্য সাইদুর ইসলাম, শ্রী নয়ন কুমার, শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, সেলিমা আক্তার, বিউটি বেগম, সোহাগ আলী, শাহ আলম, আলী আহম্মেদ, রুবেল আহম্মেদ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন