বগুড়ার শিবগঞ্জের হাজরাবাড়ী ও সেকেন্দ্রাবাদে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন
আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নে হাজবাড়ী ও সেকেন্দ্রাবাদে দুটি রাস্তার উন্নœয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
রোবাবর (১৫ অক্টোবর) বিকালে দুটি রাস্তার শুভ উদ্বোধন করেন ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
লাকি সেভেন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের
শেষ খেলায় অনন্তবালা ফুটবল একাদশ জয়ী
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে লাকি সেভেন ফুটবল টুর্ণামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমএ মারুফ মন্ডলের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক রবিউল হাসান মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা ৩নং ওয়ার্ড আওয়ামলীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হক মন্ডল, অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম রবি, সাবেক কৃতিমান ফুটবলার আকরাম হোসেন, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য বুলু আকন্দ, আব্দুল হান্নান।
এতে আরও উপস্থিত ছিলেন মোকামতলা ইউনিয়ন জাতীয় পার্টির ৩নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলামসহ বিভিন্ন সুধীজন।
খেলায় ৩-১ গোলে মোকামতলা ফুটবল একাদশকে পরাজিত করে অনন্তবালা ফুটবল একাদশ জয় লাভ করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন