বগুড়ার শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান
বগুড়ার শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় উত্তোলনকারীরা পালিয়ে গেলেও জব্দ করা হয় ২টি মেশিন ও ২মিটারের অধিক পাইপ।
রবিবার দুপুরে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাবালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম উম্মে কুলসুম সম্পা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন থেকে একটি চক্র বালু উত্তোলন করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
এসময় বালু উত্তোলনের মেশিন ও পাইপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০হাজার টাকা।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের হাকিম উম্মে কুলসুম সম্পা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন