বগুড়ার শিবগঞ্জে অসহায় নারীর রাস্তা বন্ধের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাবা মা হারা অসহায় নারী মজিদা বেগমের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে।

পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ গিয়ে ঐ অসহায় নারীর চলাচলের রাস্তা পুনরায় স্বাভাবিক করে দেয়।

ঘটনাটি ঘটেছে সোমবার (২২ আগস্ট) শিবগঞ্জ উপজেলা আটমূল ইউনিয়নের জগদীশ গ্রামে।

অভিযোগ সূত্রে জানাযায়, জমাজমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ মোজাফফর হোসেন অসহায় নারী মজিদার চলাচলের রাস্তায় কাটা তারের বেড়া দেয়।

এবিষয়ে মজিদা বেগম বলেন, আমি খুব অসহায়ভাবে জীবন যাপন করি। আমার বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা প্রতিপক্ষরা অন্যায় ভাবে বন্ধ করে দেওয়ার পায়তারা করছে। আমি গরীব বলে তারা এমন করছে।

প্রতিপক্ষ মোজাফফরের ভাই আব্দুল কুদ্দুস বলেন, যেহেতু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেহেতু থানায় বসে বিষয়টি মিমাংসা করা কবে। তবে জায়গা নিয়ে আদালতে মামলা চলমান আছে। মজিদার চলাচলের রাস্তায় আমরা কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই স্বপন মিয়া বলেন, অভিযোগের পর মজিদার চলাচলের রাস্তা স্বাভাবিক করে দেওয়া হয়েছে। উভয় পক্ষের সাথে বসে বাকি বিষয়গুলো সমাধানের চেষ্টা করা হবে।