বগুড়ার শিবগঞ্জে আদর্শ মহিলা ডিগ্রী কলেজে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
বগুড়ার শিবগঞ্জে চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মির্জারুল আলম শাহাজাদা চৌধুরী।
অত্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ আশরাফুজ্জামান, প্রভাষক শিবলী আক্তার বানু, মোকছেদ আলী, অশোক সরকার, জহুরুল ইসলাম আরো বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ইউনুস আলী শেখ, সৈয়দ ওয়ালী মোকাররম (সম্রাট) চৌধুরী প্রমূখ। এসময় কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনী শীর্ষক নির্ধারিত ক্যাটাগরিতে অনুষ্ঠিত রচনা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মির্জারুল আলম শাহাজাদা চৌধুরী। পরে দোয়া ও কেক কর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন